প্রিয় কানসাইবাসি বাংলাদেশী,
দেশের বর্তমান দুর্যোগ পরিস্থিতি সম্পরকে আমরা কমবেশি সকলেই অবগত আছি। এইবছর ইতিমধ্যে আমাদের দেশবাসী, বন্ধু স্বজন দের বেশ কয়েকটা দুর্যোগ এর মোকাবেলা করতে হয়েছে। উপকূলীয় অঞ্ছলে সাইক্লোন মোরা, পার্বত্য চট্টগ্রাম এর পাহাড় ধস, আর এখন বন্যা। এবারের বন্যা পরিস্থিতি ধারনা করা হচ্ছে ১৯৮৮ এর থেকেও ভয়াভহ হতে পারে। ইতি মধ্যে আমাদের কিছু কিছু নদী তে পানির উচ্চতা পূর্ববর্তি সকল রেকর্ড কে ছারিয়ে গেছে।বন্যার পরবর্তীতে সম্ভাব্য নদীভাঙ্গংন, আর্থিক অনটন ইত্যাদি মানুষের দুর্দশা দীর্ঘমেয়াদি হয়ে যেতে পারে।যদিও ইতিমধ্যে সরকারি এবং বেসরকারি অনেক ধরনের সাহায্য আক্রান্তদের মাঝে পৌঁছে গেছে, তবে স্বাভাবিক ভাবেই তা তাদের প্রয়োজনের তুলনায় অপ্রতুল।
এই অবস্থায়, আপনাদের অনেকের অনুরোধে, এবং আমাদের বিবেগ ও হৃদয়ের তারনায় আমরা কানসাই বাংলাদেশ সোসাইটি দুর্যোগে আক্রান্তদের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। সেইমতে, আমরা ধারাবাহিক ভাবে আগামি কয়েক মাসে অনুদান বা মানবিক সাহায্য সংগ্রহের জন্য বেশ কিছু কার্যক্রম করবো ইনশাল্লাহ।
• প্রথম পদক্ষেপ হিসেবে আমরা আগামী ১০ সেপ্টেম্বর Toyokawa Community Center, Ibaraki-shi, Ōsaka-fu তে একটা মোনজ্ঞ সাংস্ক্রিতিক অনুষ্ঠান এর আয়োজন করতে যাচ্ছি যেখানে আমাদের কানসাই এর শিল্পীদের পাশাপাশি একজন জাপানিজ যন্ত্র শিল্পী এবং একদল জাপানিজ নৃত্যশিল্পী বাংলাদেশী সঙ্গীত ও নাচ পরিবেশন করবেন। অনুষ্ঠানের বিস্তারিত আপনাদের পরবরতিতে জানানো হবে।
• যেহেতু আমাদের এই অনুষ্ঠানের মূল উদ্দ্যেশ্য হবে অনুদান সংগ্রহ, তাই সকলের প্রতি অনুরোধ থাকবে তার পরিচিত জাপানিজ বন্ধু, পরিবার কে আমন্ত্রন করার. যদিও সকল অংশগ্রহনকারিদের জন্য একটা নুন্যতম অনুদান নির্ধারণ করা থাকবে, তবে সবার কাছে অনুরোধ থাকবে ইচ্ছা ও সামর্থ অনুযায়ী অনুদান করা।
• মনে রাখবেন, দুর্যোগ এ আক্রান্ত দের সাময়িক মানবিক সাহায্যের থেকে গুরুত্বপূর্ণ হচ্ছে তার পুনর্বাসন ও স্বাভাবিক জীবনযাপন এ ফিরে যাওয়া, তাই আমাদের অনুদানের সামস্টিক আকার যত বড় হবে তত ভাল।
সার্বিক ব্যপারে আপনাদের মতামত, দিকনির্দেশনা এবং অংশগ্রহণই পারে আমাদের এই উদ্দ্যেশ্যকে সফল করার। পাশাপাশি, পরবর্তীতে আমরা আর কি কি কার্যক্রম করতে পারি তার মতামত দেয়ার জন্যও সকলের প্রতি অনুরোধ রইল।
আপাতত ১০ই সেপ্টেম্বর এর আয়োজন এ আপনাদের সকলের সাহায্য এবং অংশগ্রহনের অনুরোধান্তে আজকের মত এইখানেই, পরবর্তীতে অনুষ্ঠানের বিস্তারিত নিয়ে আসবো ইনশাল্লাহ।

ধন্যবাদান্তে কানসাই বাংলাদেশ সোসাইটি

(বিঃদ্রঃ অনুষ্ঠানের আগে বা পরে আমরা কিছু খাবার এর আয়োজন করতে পারি, তবে তা আমাদের মূল আয়োজনের শুধুমাত্র সম্পুরক হিসেবে, আয়োজনে গতিময়তা বাড়াতে।)